
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে সম্মত হয়েছে।
সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রথম দিন শনিবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে ঐতিহ্যবাহী মিত্রদেশ সৌদি আরবে এসেছেন। তার সফরসঙ্গী হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ও মেয়ে ইভানকা ট্রাম্প।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের হুমকির মুখে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দিতে এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জামাদি ও সেবা দেবে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে অবদান রাখতে এবং এসব অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ লাঘবে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও রেক্স টিলারসনের উপস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই অস্ত্র চুক্তি সম্পাদিত হবে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সাত দশকের সম্পর্কের উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন