আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছেন রাজপরিবারের এক সদস্য। প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় এ দাবি জানিয়েছেন।
প্রিন্স আলওয়ালিদ রাজপরিবারের সদস্য হলেও তিনি কোনো রাজনৈতিক পদে নেই। কিংডম হোল্ডিং কোম্পানি নামে একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ ও ইউরো ডিজনি থিম পার্কের মতো বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তার প্রতিষ্ঠানের।
সৌদি আরব নারীদের ব্যাপারে ব্যাপক রক্ষণশীল। দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই।
টুইটার বার্তার পর মঙ্গলবার আলওয়ালিদের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘বর্তমানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ আর শিক্ষাগ্রহণ অথবা স্বাধীন পরিচয় প্রকাশ থেকে নারীদের বিরত রাখা একইরকম অধিকার লঙ্ঘন। প্রচলিত সমাজ ব্যবস্থায় এগুলো সবই অবিচার।
নারীদের গাড়ি চালানোর স্বপক্ষে অর্থনৈতিক যুক্তিও তুলে ধরেছেন সৌদি এই ধনকুবের। তার মতে, নারীদের গাড়ির জন্য বিদেশি চালক নিয়োগ দিতে হয় অথবা ট্যাক্সির ওপর তাদের নির্ভর করতে হয়। আর যদি তাদের স্বামীকে এ ব্যাপারে সময় দিতে হয়, তাহলে তাদের কর্মঘন্টা হ্রাস পায়। এতে উৎপাদন ক্ষমতা কমে।
তিনি বলেন, ‘বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান জরুরি সামাজিক দাবি।’