সৌদি আরব পৌঁছেছেন ৮৯ হাজার ৯৫৮ জন বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৮৯ হাজার ৯৫৮ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭৬১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫ হাজার ১৯৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সোমবার (৬ আগস্ট) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩১টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৬টি ফ্লাইটসহ মোট ২৬৭টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করে। বুলেটিনে আরো উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২১ জন হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে চারজন নারী আর ১৭ জন পুরুষ। পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন ১৮ জন হজযাত্রী। মদিনায় দুজন এবং বাকী একজন হজযাত্রী ইন্তেকাল করেছেন জেদ্দায়। এদিকে, যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া বিজি৩০৭১ ফ্লাইট গতকাল সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এবং বিজি-১০৭৫ ফ্লাইটটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ছাড়ার কথা ছিলো। বিমান বাংলাদেশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। গত কয়েকদিনে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানের ছয় হাজার যাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার জন। বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জনকে বহন করবে। বাকি ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদিতে যাবেন। গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। তবে পর্যাপ্ত হজ যাত্রী না পাওয়ায় ১৫টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২০ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।