সৌদি জোটকে হাউথির হুমকি

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি জোটের হামলায় বিপর্যস্ত ইয়েমেন। তারেই হামলা পাল্টা হামলা করে চলেছে সৌদি ও ইয়েমেনের সমর্থিত হুতি বিদ্রোহীরা। এবার হুতিদের সাথে যুক্ত হয়ে সৌদিকে কড়া বার্তা দিল ইয়েমেন্র হাউথি সমর্থিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেছে ইয়েমেনের উপর সৌদির আগ্রাসন বন্ধ করতে হবে।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের পদস্থ কর্মকর্তা মোহাম্মাদ আলী আল-হাউথি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া ধারাবাহিক কয়েকটি পোস্টে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি লিখেছেন, “যখন আগ্রাসী দেশগুলো আমাদের দেশের ওপর কঠোর অবরোধ আরোপ করে আমাদের মাতৃভূমির ওপর আগ্রাসন চালাচ্ছে তখন এই আগ্রাসী দেশগুলোই আমাদেরকে হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে।”

তিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে উদ্দেশ করে বলেন, “আপনারা অবরোধ ও আগ্রাসন বন্ধ করে ইয়েমেনের দুর্ভিক্ষ ও জনগণের দুর্দশা বন্ধ করুন।” হাউথির টুইটার বার্তায় আরো বলা হয়, আমরা যুদ্ধ শুরু করিনি; কাজেই আমাদের পক্ষ থেকে বন্ধ করার প্রশ্ন উঠতে পারে না।

এর আগে হাউথি সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী শনিবার (২০ মার্চ) সৌদি আরবের ‘আবহা’ বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সৌদি আরবের রিয়াদে আরামকো তেল কোম্পানির শোধনাগারে ড্রোন হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৮ মার্চ) ইয়েমেনি বাহিনী ‘আবহা’ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। আবহা বিমানবন্দরটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে তুলে ধরা হলেও এখনে রয়েছে বহু জঙ্গিবিমান। এই বিমান বন্দর থেকে উড়ে গিয়ে নিয়মিতই ইয়েমেনে হামলা চালায় সৌদি জঙ্গিবিমানগুলো। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এ পর্যন্ত সামরিক হামলা ও অবরোধের কারণে বহু মানুষ নিহত হয়েছে।