
বিশ্বব্যাপী তুমুল আলোচিত কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্রান্ড মূল্য তৈরি করেছে। নেটফ্লিক্সের একটি অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি নির্মাণে নেটফ্লিক্সের ব্যয় হয়েছে ২১.৪ মিলিয়ন মার্কিন ডলার; যেখানে প্রতি পর্ব নির্মাণে গড়ে ব্যয় হয়েছে ২.৪ মিলিয়ন। যা নেটফ্লিক্সের অন্যান্য বড় প্রযোজনার তুলনায় যথেষ্ট সস্তা।
এরই মধ্যে নেটফ্লিক্সে ১৩২ মিলিয়ন মানুষ কমপক্ষে দুই মিনিট করে হলেও দেখেছে ড্রামা সিরিজটি। মুক্তির প্রথম মাসে সর্বোচ্চ দেখা সিরিজের স্থান দখল করে নিয়েছে। বছরের শুরুতে নেটফ্লিক্সে ‘ব্রিজারটন’ সিরিজ ২৮ দিনে ৮২ মিলিয়ন ভিউ হয়েছিল, যা ছিল এই অবধি তাদের মুক্তির শুরুতে সর্বোচ্চ দেখা সিরিজ। কিন্তু ‘স্কুইড গেম’ ১৭ সেপ্টেম্বর মুক্তির পর মাত্র ২৬ দিনে ১১১ মিলিয়নের রেকর্ড গড়েছে।
মুক্তির পর থেকেই নেটফ্লিক্সে ৯০টি দেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সিরিজটি। ফলে নেটফ্লিক্সে সর্বকালের সেরা সিরিজের তালিকায় নাম লেখাতে যাচ্ছে কোরীয় এই সিরিজ।