চাঁদপুর প্রতিনিধি : শিক্ষকদের অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রী সাথীর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে ।
সাথীর বাবা দেলোয়ার হোসেন দেলু শেখ বাদী হয় মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন ।
সদর মডেল থানার উপপরিদর্শক মাহাবুব আলম জানান, বাগাদী গনি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর, জাকির হোসেন ও অফিস সহকারী কাম সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।
মাত্র ২০ টাকার জন্য শিক্ষকদের অপমানে সোমবার সাথী আক্তার (১৬) নামে অষ্টম শ্রেণির ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাথী আক্তার বাগাদী গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন দেলুর দ্বিতীয় মেয়ে ।
সাথীর মা চায়না বেগম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকরা জেএসসির মডেল টেস্ট পরীক্ষার ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ২৮০ টাকা করে আদায় করেন। রোববার সাথী স্কুলে গিয়ে সহকারী শিক্ষক ফাতেমা বেগমের কাছে ২৬০ টাকা দেয়। ২০ টাকা কম দেওয়ায় আমার মেয়েকে তারা বিদ্যালয়ের বাইরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন।’
তিনি আরো বলেন, ‘পরদিন সোমবার সকালে সাথী পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গেলে শিক্ষকরা তাকে বের করে দেন। সাথী বাড়িতে এসে টাকার জন্য কান্নাকাটি করে। আমি টাকা জোগাড় করার জন্য অন্য বাড়িতে গেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাথী।’
দেলোয়ার হোসেন দেলু শেখ বলেন, ‘আমি ওই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।’
এদিকে সাথীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবিতে বিদ্যালয় ভাঙচুর চালায়।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘আত্মহত্যার ঘটনাটি আমরা শুনেছি।’