স্কুলে অনুপস্থিত ৩৬ শিক্ষক-কর্মচারীকে শোকজ

অনলাইন ডেস্কঃ স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিকের ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার এসব শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করে মাউশি। বুধবার মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী চিঠিতে স্বাক্ষর করেন। অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উলে­খ করতে বলা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের প্রতিবেদন (মার্চ/২০২৪ মাসের) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়।