স্কুল কি শিক্ষা প্রতিষ্ঠান না বাণিজ্যিক?

প্রান্ত পথিক,অনুসন্ধানী প্রতিবেদকঃ বাংলাদেশের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনুসন্ধানী প্রতিবেদন, সারা বাংলাদেশে ছোট ছোট কত স্কুল কলেজ আছে তা হিসাব করেও শেষ করা যাবে না। শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার আর এই অধিকারকে পুঁজি করে কিছু মানুষ শিক্ষা বাণিজ্য করে যাচ্ছে আমাদের চোখের সামনে। এসব প্রতিষ্ঠান কতটা শিক্ষার মান বজায় রাখে সেটা দেখার বিষয়।

আমাদের প্রথম অনুসন্ধান ছিল দক্ষিণখানের ১৩ সরদার বাড়ী ইন্টারন্যাশনাল লার্নাসৃ স্কুল,আমরা সেখানে গেলে প্রথমে স্কুলের প্রধান শিক্ষক স্কুলটি পরিদর্শন করতে রাজী না হলেও স্কুলের সহকারী শিক্ষক বেলাল হোসাইনের মাধ্যম স্কুলটি ঘুরে দেখার সুযোগ হয় আমাদের, আমরা বেলাল সাহেবের কাছে জানতে চাইলাম আপনারাদের স্কুলে ৬ষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পযর্ন্ত শিক্ষার্থী পাঠদানের অনুমতি আছে কি না? তিনি আমাদের জানান অনুমতি জন্য আবেদন করা হয়েছে ।

তাহলে প্রশ্ন হল তারা পাঠদান কিভাবে দিচ্ছে? তিনি জানান, তার স্কুলে মোট শিক্ষার্থী ৬২০ জন, শিক্ষক সংখ্যা ৪২ জন ও কর্মচারী রয়েছে ১২ জন, তিনি বলেন; স্কুল নিজেস্ব জমিতে স্থাপন করা হয়েছে। নেই খেলার মাঠ বা শিশুদের বিনোদনের ব্যবস্থা উক্ত প্রতিষ্ঠানে।রয়েছে লাইব্রেরী কিন্তু ছোট যে সেখানে সব বাচ্চারা পাঠদান করতে পারে না ।আর এক প্রশ্নের জবাবে বেলাল সাহেব বলেন; আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি রয়েছে। তবে পরিচালনা কমিটিতে কতজন রয়েছে বা কারা আছেন তার কোন সদুত্তর দিতে পারেনি ।

বেলাল সাহেবের কাছে আমাদের প্রশ্ন ছিল স্কুলটিতে কোনো কম্পিউটার ল্যাব আছে কিনা, তিনি জানান; আছে ইনশাআল্লাহ্‌ ৪টি কোন সমস্যা নেই; সকল কথার মাঝে স্কুলটির প্রধান শিক্ষক মাহাবুবুল আলম বিপুল বলেন; আমরা সাধারণ হতে পারি, আমাদের পিছনে অসাধারণ ব্যক্তির হাত রয়েছে, তিনি হুমকি দিয়ে বলেন; বুঝেশুনে কথা বলবেন আমাদের প্রতিষ্ঠানের কিছু লোক আছে তারা কিন্তু অনেক শক্তিশালী কথাটা ,মনে রাখবেন আগুনে হাত দিলে হাত পুড়ে ছাই হয়ে যায়।

তাহলে বলতে হয় এই শক্তিশালী মানুষরা কি এদের অন্যায় করতে ও শিক্ষার মৌলিক অধিকার হরণের অধিকার দিয়েছে। আন্তর্জাতিক মান দেখিয়ে এরা সাধারণ মানুষ সাথে প্রতারণা করে আসছে,ভর্তিসহ বিভিন্ন ধাপে ধাপে শিক্কার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে, এগুলো দেখার কি কেউ নেই আর যদি থাকে তাহলে তারা চুপ করে আছে কেন? এই সব বিষয় ভাবিয়ে তোলে সাধারণ অভিবাবকদের।

 

পর্ব-১