স্কোর: শ্রীলঙ্কা ২য় ইনিংস ৬৫/১

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা। কলম্বো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে টাইগারদের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক লঙ্কানরা।

স্কোর: শ্রীলঙ্কা ২য় ইনিংস ৬৫/১

উইকেট: থারাঙ্গা (২৬)।

দিনের শুরুতেই মিরাজের উইকেট: চতুর্থ দিনের শুরুতেই বল হাতে স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। গতকাল করুনারত্নের সঙ্গে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিলেন উপল থারাঙ্গা। আজ হয়তো উদ্বোধনী জুটিতে তাদের কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল লঙ্কান সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মিরাজের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন থারাঙ্গা।

কলম্বোর পি সারা ওভালে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি।