স্কয়ারে উৎকণ্ঠায় খাদিজার পরিবার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের খাদিজা বেগমের অবস্থার কোনো উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে আছেন।

মঙ্গলবার বিকেলে অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এখন পর্যন্ত তার কোনো উন্নতি দৃশ্যমান হয়নি। তবে ডাক্তার ও পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে আছেন।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বুধবার সকালে রাইজিংবিডিকে বলেন, ডাক্তাররা আশ্বস্ত করছেন, হয়তো সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই ৭২ ঘণ্টা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। আল্লাহ না করুক এ সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে।

খাদিজার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি চাই না অন্য কারো মেয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ুক, কারো পরিবারে হঠাৎ ঝড় বয়ে যাক।’

খাদিজার স্বজন আবুল কালাম মুঠোফোন এ প্রতিবেদককে বলেন, এ ধরণের ঘটনা সভ্যসমাজে মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন তার শাস্তি হওয়া দরকার। সরকারের কাছে আবেদন জানাব যেন বদরুলের শাস্তি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার বিকেলে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।

গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা খারাপ হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এ ঘটনায় বদরুলকে আসামি করে সিলেটের শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। হত্যাচেষ্টার অভিযোগ এনে তিনি এ মামলা দায়ের করেন।

এদিকে খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় সোমবার থেকেই সিলেটে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বদরুলের ফাঁসির দাবিতে দুই দিনব্যাপী সিলেটের অঞ্চলের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেও বদরুলের ফাঁসির দাবি জানানো হয়।

আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করছেন। আজ তার শেষ দিন। জানা গেছে, আজ আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, আসামি বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার থেকে কলেজের সব ক্লাস-পরীক্ষা বর্জন, কালো ব্যাজ ধারণ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

এদিকে আজও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বদরুলের ফাঁসির দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।