স্টার্ক বোলিংয়ে জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : আগের দিনেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া জয় থেকে ১ উইকেট দূরে থাকতে আলোকস্বল্পতায় শেষ হয়েছিল চতুর্থ দিনের খেলা। আজ পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট তুলে নিতে অস্ট্রেলিয়ার লাগল ২০ মিনিট আর ২২ বল।

মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বোলিংয়ে ডারবান টেস্টে ১১৮ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভ স্মিথের দল।

কিংসমেডে ৪১৭ রান তাড়া করতে নেমে ১৩৬ রানেই ৫ উইকেট হারালেও এইডেন মার্করাম ও কুইন্টন ডি ককের ১৪৩ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে আশা দেখিয়েছিল। ১৪৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলা মার্করামের বিদায়ে সে আশা শেষ হয়ে যায় চতুর্থ দিনেই। স্টার্ক তার ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিলেও আলোকস্বল্পতায় পরে আর বোলিং পাননি।

আজ শেষ দিনে স্টার্কের হ্যাটট্রিক বলটা ঠেকিয়ে দেন ডি কক। তবে অস্ট্রেলিয়ার জয় রুখতে পারেননি। ৮৩ রান করা ডি কককে এলবিডব্লিউ করে ২৯৮ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেন হ্যাজেলউড। মরনে মরকেল অপরাজিত ছিলেন ৩ রানে।

৭৪ রানে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। হ্যাজেলউড ৬১ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৫১ ও ২য় ইনিংস: ২২৭

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২ ও ২য় ইনিংস: ২৯৮

ফল: অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।