চট্টগ্রাম থেকে : বাংলাদেশের ইনিংসের পরপরই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট।
সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে হঠাৎ স্টেডিয়ামের চারটি ফ্ল্যাডলাইট বন্ধ হয়ে যায়। পুরো স্টেডিয়ামে নেমে আসে অন্ধকার। স্টেডিয়ামে দর্শকদের মোবাইল ফোনের আলোতে ভিন্ন আবহ তৈরি হয়।
তবে এক মিনিটের ব্যবধানে জেনারেটরের সাহায্যে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি, ড্রেসিং রুম ও মিডিয়া প্রান্তের আলো চলে আসে।
১১ মিনিট পর অবশ্য বিদ্যুৎ চলে আসছে। এক একে জ্বলে ওঠে স্টেডিয়ামের সব ফ্ল্যাডলাইট।
বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে সন্ধ্যা পৌনে ৭টায় ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড দল।