স্তন ক্যানসারের পর নারীরা বেশি আক্রান্ত হয় জরায়ুমুখের ক্যানসারে। এটি প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬১৪তম নতুন পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হুমায়রা আলম। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অবসট্রেটিকস এবং গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কখন এই ভ্যাকসিন দেওয়া উচিত?
উত্তর : নয় বছর বয়স থেকে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এর তিনটি ডোজ আছে। ১৪ বছরের আগে দুটো ডোজের কথা বলা হয়। ১৪ বছরের পর যাদের বয়স, তাদের তিনটা ডোজ দেওয়া হয়।
প্রশ্ন : এই ডোজ কেউ মিস করে ফেললে এটি কি পরে আর দেওয়া সম্ভব?
উত্তর : ৩০ বছর পর্যন্ত এই সংক্রমণ হতে পারে। এরপর ধীরে ধীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের হারটা কমে আসে।
প্রশ্ন : স্ক্রিনিং কীভাবে করা হয়? কখন করা উচিত বলে মনে করেন?
উত্তর : তিন বছর যেকোনো নারীই যদি সেক্সুয়ালি অ্যাকটিভ থাকে, সেই এটি করবে। প্রতিবছর করতে পারে, সেটাই করা উচিত। তিন বছর পর পর তো করা উচিতই।