
এস.এম মনির হোসেন জীবন : স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা বৃদ্বি করা খুবই জরুরী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৮ হাজার মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে প্রায় ৮হাজার ৫শ জন মারা যান।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে এই মরণব্যাধি সনাক্ত করনের মাধ্যমে এর মৃত্যর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। যদি প্রাথমিক পর্যায়ে এই রোগ সনাক্ত করা যায় তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে পূর্ণ সুস্থতা ও অর্জন করা সম্ভব।
আজ রোববার দুপুরে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) এর উদ্যোগে আয়োজিত বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এক আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির লিখিত পেশ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ড. অবুল বারাকাত। আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ ফজলে রহিম। স্তন ক্যান্সার সচেতনতার ওপর বক্তব্য রাখেন (এএমসিজিএইচ) এর কনসালটেন্ট ডা. রওশন আরা বেগম, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এএমএম শরিফুল আলম,সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা.আহসান শামীম প্রমুখ।
দেশে ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মহিলাদের ক্ষেত্রে সব ধরনের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার হল জরায়ুর ক্যান্সারের পরে দ্বিতীয় প্রধানতম প্রাণঘাতি ক্যান্সার। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে স্তন ক্যান্সার আক্রান্তের হার বহুলাংশে বৃদ্বি পেয়েছে।
এ ব্যাপারে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করার লক্ষে অন্যান্য সংস্তার মত আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালও প্রতি বছরের মত এবছর নানা কর্মসূচির আয়োজন করে। অক্টোবর মাসটিকে এ ব্যাপারে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সেটি বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি গনসচেতন ও এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদ্বাত্ব আহবান জানান।
১৪ দলের মূখপত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সালে এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এর ভিত্তিতে দেশের চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য তা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, সেই সাথে এদেশের মানুষ যাতে ক্যান্সার চিকিৎসা মত অত্যন্ত ব্যয়বহুল ও উন্নত চিকিৎসার ব্যাপারে উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে সেবা নিয়ে উপকৃত হতে পারে সেজন্য আপনারা আরও বেশি সচেতন হবার জন্য পরামর্শ দেন।
তিনি আরও বলেন, সারা বিশ্বজুড়ে অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে অখ্যায়িত করা হয়। সে মোতাবেক বাংলাদেশেও মানুষের মধ্যে স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা জাগিয়ে তুলতে এ মাসটিকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উদযাপিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ড. অবুল বারাকাত তার বক্তব্যে বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে মানুষের মধ্যে গনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাদেরকে কোন ধরনের ভয়ভীতি দেখানো যাবেনা। সঠিক সময়ে সঠিক ম্যাসেজ জনগণের মধ্যে দিতে হবে। তাহলে এ স্তন ক্যান্সার রোগের প্রবণতা দিনদিন কমে আসবে।
ড. অবুল বারাকাত আরও বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ হল যক্ষœা রোগীদের মধ্যে চতুর্থতম দেশ। তবে, এ রোগের প্রবণতা আগের চেয়ে কয়েকগুন কমেছে। আর স্তন ক্যান্সার হল গনসচেতনতা ও উন্নয়নের মাপকাঠি ও প্রধান অন্তরায়। এর কোন বিকল্প নেই।