স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানা গিয়ে আত্মসমর্পণ করেছেন এক স্বামী। শুক্রবার (৪ জুলাই) রাতে নাসিকের ২১ নম্বর ওয়ার্ডের র‌্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতক স্বামী মো. ইমরান (৪৫) ওই এলাকার তপন চন্দ্র দাসের ছেলে। আর নিহতের নাম বিজলী আমেনা (২৯)। তিনি কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিজলী ছিলেন বিবাহিতা ও মুসলিম পরিবারে মেয়ে। ইমরানও ছিলেন বিবাহিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা তাদের নিজ নিজ স্বামী ও স্ত্রীকে তালাক দেয়। সাত থেকে আট মাস আগে ইমরান ইসলাম ধর্ম গ্রহণ করে বিজলীকে বিয়ে করেন। এরপর থেকে বন্দরের র‌্যালি আবাসিক এলাকার ২ নম্বর গলির আবদুল মজিদ মিয়ার মালিকানাধীন হাজী শরীফ ভিলার ৫ম তলায় বিজলীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন ইমরান।

শুক্রবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ইমরান মাছ কাঁটার বটি দিয়ে স্ত্রী বিজলীকে কুপিয়ে আহত করে।

নিহত বিজলীর বোন বৃষ্টি আক্তার জানান, বোনকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে বিজলীকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘স্ত্রীকে হত্যার পর ইমরান থানায় এসে আত্মসমর্পণ করে। পরে তাকে গ্রেফতার করা হয়। বিজলীর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’