স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েরি বাহিনী বর্বতার কথা অনেকে জানে। কিন্রু এবার তার মাত্রা ছাড়িয়ে গেল ফিলিস্তিনের পশ্চিম তীর দখলকারী দেশটি। নিরীহ এক গাড়ী চালককে গুলি করে হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এসময় গাড়ী চালকের সাথে থাকা তার গুলির আঘাতে হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়র্টাস।

তেল আবিবের দাবি, ওই চালক তার গাড়ি দিয়ে আমাদের সৈনিকদের চাপা দেয়ার চেষ্টা করেন। এজন্য আত্মরক্ষা করতে গিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা।

কিন্তু নিহত গাড়ী চালকের স্ত্রীর দাবি করে বলেন, ফিলিস্তিনি দখলদার বাহিনীর মিথ্যা কথা বলছে, তারা আমার স্বামীকে আমার সামনে গুলি করে হত্যা করেছে। এছাড়াও, এই ঘটনায় ইসরায়েলের কোন সেনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।

গাড়ী চালক ওসামা মনসুরকে হত্যার জায়গা দেখিয়ে দিচ্ছে এক ফিলিস্তিনি

 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ব্যক্তির নাম ওসামা মনসুর, বয়স ৪২ বছর।

ভুক্তভোগীর স্ত্রী সুমাইয়া মনসুর (৩৫) বলেন, ওরা (ইসরায়েলি বাহিনী) গাড়ি থামাতে বললে আমরা গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন বন্ধ করে দেই। এরপর তারা আমাদের দেখে এবং চলে যেতে বলে। আমরা গাড়ি চালু করে এগোতেই ওরা সবাই গুলি চালাতে শুরু করে।

ফিলিস্তিনি এ নারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, গাড়িহামলা চেষ্টার ঘটনায় বিনইয়ামিন রিজিওনাল ব্রিগেডের কমান্ডার তদন্ত করছেন।

তবে স্থানীয় মেয়র সালেম ঈদ বলেছেন, ইসরায়েলি বাহিনীর ওপর গাড়িহামলা চেষ্টার দাবি পুরোপুরি মিথ্যা। কারণ, ওই ব্যক্তি পাঁচ সন্তানের বাবা এবং ঘটনার সময় তার স্ত্রীও গাড়ির ভেতর ছিলেন।

মেয়র জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ চাইলে এই ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারে। আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর গত মাসেই ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বাহিনীর যুদ্ধপরাধ তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবারের এই ঘটনাকে ‘উন্মুক্ত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে।