স্থানীর সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের উদ্যোগ অব্যাহত রাখবে

সংসদ প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থানীর সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের উদ্যোগ অব্যাহত রাখবে। কারণ, সরকার সবসময় জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেয়।’

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, জনমুখী এবং উন্নত নাগরিক সেবা প্রদানে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য বর্তমানে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করছে।’

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কাজ করার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকার সবসময় জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেয়। সুতরাং জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থানীর সরকার প্রতিষ্ঠানসমুহকে শক্তিশালীকরণের উদ্যোগ সরকার অব্যাহত রাখবে।’

আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুপেয় পানি ও কৃষি কাজে ভূগর্ভস্থ পানির ওপর অধিক হারে নির্ভরশীলতার কারণে ইতিমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদে পুকুর/দিঘি/জলাশয় পুনঃখনন/সংস্কার শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় সারা দেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। এ ছাড়াও পল্লি এলাকায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুনঃখনন করা হবে।