স্থানীয় সরকারের উপ-পরিচালকের কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় খান সড়ক এলাকায় বাড়ির পাশে ক্রিকেট খেলার অপরাধে তিন শিশুকে থাপ্পড় দিয়েছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সোহেল হাসান।

এ সময় এক শিশুর মাথায় পিস্তল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও সোহেল হাসান দাবি করেছেন, তার ওপর হামলা হওয়ায় তিনি পিস্তল বের করেন।

এর আগেও এক চটপটি বিক্রেতাকে থাপ্পড় দিয়েছিলেন সোহেল হাসান। এ জন্য তাকে ১০০ টাকা দিয়ে হয়। এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

মাত্র কয়েক দিন আগে বরিশালে বদলী হয়ে এলেও কয়েক বছর আগে খান সড়কে জমি কিনে বহুতল ভবন নির্মাণ করেন সোহেল হাসান।

শনিবার বিকেলে খান সড়কে জনৈক শিপলু খানের ফাঁকা প্লটে ক্রিকেট খেলারত শিশুদের সেখানে খেলতে বারণ করেন সোহেল হাসান। এরপরও সেখানে খেলা করায় তিন শিশুকে থাপ্পড় দেন তিনি।

এক পর্যায়ে রিমন সিকদার নামের এক শিশুর মাথায় পিস্তল দিয়ে আঘাত করেন। আহত শিশুকে শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের বিচার দাবিতে রোববার বিকেলে ওই এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। রিমনের চাচা লাভলু সিকদার জানান, তার ভাতিজার মাথায় পিস্তল দিয়ে আঘাত করার খবর পেয়ে তারা সেখানে গিয়ে প্রতিবাদ করলে সোহেল হাসান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা মনোজ খান বলেন, এর আগেও সোহেল হাসান স্থানীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

মহাসড়কের পাশে খান সড়কের সন্মুখে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন থেকে শিশু নির্যাতনকারী সোহেল হাসানের বিচার দাবি করা হয়।

নগরীর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবির বলেন, সোহেল হাসানের বাসার পাশে শিশুরা খেলছিল। দেয়ালেও কিছু ছেলে বসা ছিল। তারা খারাপ কিছু করতে পারে- এমন আশঙ্কায় তাদের চলে যেতে বলেন সোহেল হাসান। কথা না শোনায় তিনি কয়েকটি শিশুকে থাপ্পড় মারেন। শিশুদের অভিভাবকরা প্রতিবাদ করতে গেলে তাদের সামনে পিস্তল বের করেন। কাজটি তিনি ঠিক করেননি।

এ ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে পরে আবিরকে জানিয়েছেন।

সোহেল হাসান শিশু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার উপর হামলা চালানো হয়েছে। আমি আত্মরক্ষার্থে পিস্তল বের করেছি।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘শিশুদের ক্রিকেট খেলা নিয়ে একটু সমস্যা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘ডিডি-এলজি’র বাসার পাশে কে বা কারা মাদক সেবন করছিল। তিনি নিষেধ করায় তাদের সঙ্গে বাদানুবাদ হয়েছে।’

কোনো শিশুর মাথায় পিস্তল দিয়ে আঘাতের খবর তিনি পাননি বলে জানান।