
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনালে ভর্তির কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি; মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি; ভর্তি বাতিল করেছে- এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।