নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকারের রুলিং (১৯৭৩-২০১৩) সংকলনের পাণ্ডুলিপি অধিকতর পরীক্ষাকরণসংক্রান্ত কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার ও ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জাতীয় সংসদের ১ম জাতীয় সংসদের রুলিংয়ের সংকলিত পাণ্ডুলিপিতে সর্বমোট ৬টি রুলিং নিয়ে আলোচনা হয়। রুলিংগুলো হল ব্যক্তিগত ব্যাখ্যাদান, প্রধানমন্ত্রীর মর্যাদা, মনোযোগ আকর্ষণকারী বিষয় পুনরুত্থাপন, সংসদে রেলওয়ে বাজেট পেশ সম্পর্কিত বৈধতার প্রশ্ন, সংসদের বৈঠক বিরতির বিষয়ে বৈধতার প্রশ্ন এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালনসংক্রান্ত বৈধতার প্রশ্ন।
পাশাপাশি ২য় জাতীয় সংসদের রুলিংয়ের সংকলিত পাণ্ডুলিপিতে সর্বমোট ১৪টি রুলিং নিয়েও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। এগুলো হল সংসদ সদস্যদের বিশেষ অধিকার (নামের বিষয়ে), সংসদ সদস্যদের বিশেষ অধিকার (নিমন্ত্রণের বিষয়ে), বৈধতার প্রশ্নে বিশেষ অধিকারের প্রশ্ন উত্থাপন, সংসদীয় রীতি এবং কার্যপ্রণালী-বিধির অগ্রাধিকার, বিশেষ অধিকারের নোটিশের বিষয়ে, বিভিন্ন নোটিশ নিষ্পত্তির বিষয়, প্রশ্নোত্তরকালে মন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে বিশেষ অধিকার ক্ষুন্ন হওয়া, মন্ত্রী হওয়ার পর সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকা, নির্বাচনকালে বিশেষ অধিকার ক্ষুণ্নে সপক্ষে সাক্ষ্য প্রমাণ বিহীন অভিযোগ, দিনের কার্যসূচিতে মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি, মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিনের কার্যসূচিতে অন্তর্ভূক্তিকরণ সম্পর্কে বৈধতার প্রশ্ন সংক্রান্ত। এই রুলিংগুলো আজ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।