
ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা ও আলাভেস। ২৭ মে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপা ডেল রের ফাইনালে উঠেছে আলাভেস। অন্যদিকে বার্সেলোনা ৪০তম বারের মতো কোপার ফাইনালের টিকিট পেয়েছে।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা যে শুধু শক্তিমত্তায় এগিয়ে রয়েছে তা কিন্তু নয়। এগিয় রয়েছে অর্থের দিক দিয়েও। বর্তমান মৌসুমের জন্য আলাভেসের বাজেট ৫২.৫৮ মিলিয়ন ডলার। গেল মৌসুমেও দলটি সেগুন্দা বিভাগে খেলেছিল।
অন্যদিকে বার্সেলোনার চলতি মৌসুমের বাজেট ৭৪২.৬১ মিলিয়ন ডলার। যা গেল মৌসুমের চেয়ে দুই শতাংশ বেশি। বাজেটের দিক দিয়ে দুটি দলের পার্থক্য ৬৯০.০৩ মিলিয়ন ডলার!
২৭ মে আলাভেস তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলবে। বাজেটের মতো মাঠের পারফরম্যান্সেও যে পার্থক্য থাকবে সেটা অনুমেয়। এখন দেখার বিষয় বার্সেলোনার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে কতোটুকু লড়াই করতে পারে আলাভেস।
উল্লেখ্য, ২০০১ সালে আলাভেস উয়েফা ইউরোপা লিগের ফাইনাল খেলেছিল। লিভারপুলের কাছে সেবার হারার পর গেল ১৬ বছরে কোনো ফাইনালে উঠতে পারেনি। ১৬ বছর পর কোপা ডেল রের ফাইনালে উঠেছে ক্লাবটি।