ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষের এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে দলে পাবেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।
পর্তুগীজ তারকা রোনালদো ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আর বেল উরুর ইনজুরিতে ভুগছেন।
গেল বুধবার স্পোর্টিং লিসবনের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে শনিবার তিনি অনুশীলন করেননি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের সঙ্গে যাচ্ছে না। ফ্লুর কারণে তার কণ্ঠনালীতে সমস্যা দেখা দিয়েছে। তার ব্যাপারে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বেল আগের ম্যাচে মারাত্মক ট্যাকেলের শিকার হয়েছে। উরুর সমস্যায় ভুগছে। এই ম্যাচে অবশ্য খেলতে চেয়েছিল। কিন্তু আমরা তাকে নিয়েও ঝুঁকি নিতে চাইনি। তাই তাকেও দলের বাইরে রাখছি। কারণ, সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। প্রায় প্রত্যেক তিনদিনে আমাদের একটি করে ম্যাচ খেলতে হবে। সে কারণে তাদের মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না।’