স্বজনদের কাছে মৃত্যুর মিথ্যা সংবাদ দিয়ে অর্থ হাতিয়ে নিতেন আটককৃত প্রতারক চক্র

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ১৩ নির্দেশনা

ঢাকা : স্বজনদের কাছে মৃত্যুর মিথ্যা সংবাদ দিয়ে অর্থ হাতিয়ে নিতেন আটককৃত প্রতারক চক্রের সদস্যরা।

 

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড় জেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন মো. সাইফুল ইসলাম, মো. আশরাফুল আলম ও মো.  শরিফুল ইসলাম।

 

ডিএমপি থেকে জানানো হয়, মারা যাওয়ার মিথ্যা তথ্য দিয়ে এসএমএস করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্রের সদস্যরা।