বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। এরপর বিভিন্ন চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে একটি চরিত্রে দেখা যায়নি আলিয়াকে। আর সেটি হলো অ্যাকশন চরিত্র। তবে এ চরিত্রে অভিনয় করা তার জীবনের বড় স্বপ্ন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
শোনা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে আয়ান মুখার্জির সুপারহিরো সিনেমা ড্রাগন-এ অভিনয় করবেন আলিয়া। সিনেমাটিতে রণবীরকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সুযোগ পেলে তিনিও কী অ্যাকশন দৃশ্য করবেন?
এ প্রসঙ্গে আলিয়া ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সম্ভবত সিনেমাটিতে আমিও কিছু অ্যাকশন দৃশ্য করছি। আমি এখনই ড্রাগন সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু বলছি না কারণ আমার ভূমিকা কী তা স্পষ্ট জানা নেই। সিনেমার শুটিং শুরু হলে এ সম্পর্কে কথা বলতে পারব। তবে পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমায় অভিনয় করব কিনা বলতে পারছি না। আমার জন্য কাউকে সিনেমাটির চিত্রনাট্য লিখতে হবে। বলিউডে নারীদের নিয়ে অ্যাকশন সিনেমা খুব একটা হয় না।’
পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমায় অভিনয়ের বিষয়ে কখনো ভেবেছেন কিনা? এ প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘অবশ্যই, আমার প্রিয় হলিউড অ্যাকশন সিনেমা কিল বিল, এর গল্পও খুব সুন্দর। অ্যাকশন-থ্রিলার সিনেমা করতে পারলে খুবই খুশি হবো। আমার জীবনে বড় একটি স্বপ্ন অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করা। দুটি কারণে আমি অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চাই। এক, এটি আমার স্বপ্ন এবং দুই, আমার মনে হয় কারো সঙ্গে আমাকে ফাইট করতে দেখতে বেশ ভালোই লাগবে।’
শাহরুখ খান এবং আলিয়া অভিনীত সিনেমা ডিয়ার জিন্দেগি। গৌরি সিন্ডে পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর। এছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া।