ক্রীড়া প্রতিবেদক : শেষ হল গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট। হান্টের জন্য ২৫ হাজার তরুণ ক্রিকেটার প্রাথমিকভাবে আবেদন করেছিল। সেখান থেকে ১৫ হাজার ৩৪ জন তরুণ অংশগ্রহণ করে।
বিভিন্ন ধাপ পেরিয়ে ২২ ক্রিকেটার চূড়ান্ত পর্যায়ে টিকেছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৬৮ জনকে নিয়ে সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেখান থেকে ২২ ক্রিকেটারকে বাছাই করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুট ক্যাম্প পরিচালনার পাশাপাশি ক্রিকেটার্স হান্টের পুরো দায়িত্ব প্রায় একাই কাজ করেছেন সালাউদ্দিন। সেরা ২২ জনের মধ্যে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন হুমায়ুন, সেরা পেসার রাজা, সেরা স্পিনার জায়েদ ও সেরা উইকেটরক্ষক হাসিব ।
২২ জন বিজয়ীদের সবাই ১ বছরের জন্য ‘গাজী গোলাম দস্তগীর ক্রিকেট স্কলারশিপ’ পেয়েছেন। পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রিকেট কিট সেট। এ ছাড়াও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ৪ বছরের চুক্তিও হচ্ছে ক্রিকেটারদের।
ক্রিকেটার্স হান্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমরা একটি প্রধান ক্রিকেটশক্তিতে পরিণত হয়েছি এবং এটা আমাদের কর্তব্য আগামী প্রজন্ম যেন আমাদের বর্তমান খেলোয়াড়দের গতির সাথে মানিয়ে নেওয়ার জন্য ও আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য, যা দরকার তার সব যেন পায় তা নিশ্চিত করা। এই ধরনের উদ্যোগ শুধু আগামী প্রজন্মের খেলোয়াড়দের খুঁজে বের করে না, আমাদের ক্রিকেটপাগল দেশের মাঝে এই খেলার আনন্দও ছড়িয়ে দেয়।’