নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোল্ডেন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্ মন্ত্রণালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়কর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াসহ কীভাবে রিটার্ন ফরম পূরণ করতে হয়, তা দেখানো হয়।
গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আয়কর সংক্রান্ত শিক্ষা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২৫ হাজার ভলেন্টিয়ার কাজ করছেন। ভ্রাম্যমাণ আয়কর তথ্যকেন্দ্রের মাধ্যমে রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়কর সেবা দেওয়া হচ্ছে।