স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকের মুলতবি বৈঠক

নিজস্ব প্রতিবেদক : রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি টিপু মুনশি এমপির সভাপতিত্বে এ বৈঠক হয়। দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকের মুলতবি বৈঠক হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, মো. ফরিদুল হক খান এবং বেগম কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বৈঠকে অংশ নেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পরীক্ষা-নিরীক্ষাপূর্বক প্রয়োজনীয় সংশোধনীসহ তা সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।