
এস.এম.নাহিদ: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়ায় এক নারীর বাসা থেকে প্রায় আট লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ সাত হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার (৩৭) থানায় তার দুই সৎ বোনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।মামলা নং-২৮, ধারা ৩৮০/১০৯।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৫ দুপুর ২টার দিকে অভিযুক্ত ১ নম্বর বিবাদী শিল্পী (৪৫) শারমিনের বাসায় আসেন এবং রাতটা সেখানে অবস্থান করেন। ওই সময় শারমিন ছিলেন ঢাকার একটি হাসপাতালে তার মেয়ের শাশুড়িকে দেখতে। বাসায় ছিলেন শারমিনের স্বামী ও ছোট মেয়ে।পরদিন ৩০ আগস্ট সকাল ৬টার দিকে শিল্পী কাউকে কিছু না জানিয়ে গোপনে বাসা থেকে চলে যান। পরে সকাল ১০টার দিকে শারমিন বাসায় ফিরে আলমিরার ড্রয়ার খুলে দেখেন, তাতে রাখা ১.০৭,০০০ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নেই। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে—৪টি আংটি, একটি বেনী চেইন, একটি ব্যাসলেট, একটি জোড়া কানের দুল ও একটি জোড়া হাতের রুলি।
শারমিন জানান, ঘটনার পর তিনি শিল্পীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে ২ নম্বর বিবাদী মুন্নি (৪৩)-যিনি শিল্পীর সহোদরা এবং শারমিনের আরেক সৎ বোন তাকে আশ্বস্ত করেন যে, শিল্পীর সাথে কথা বলে স্বর্ণ ও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তবে এখনও কোনো সমাধান মেলেনি।
এ বিষয়ে শারমিন আক্তার বলেন,পারিবারিক সম্পর্কের কারণে বিশ্বাস করেই বাসায় রেখেছিলাম। কিন্তু সেই বিশ্বাস ভেঙে তারা আমার বাসা থেকে চুরি করেছে।তইনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। আসামি শিল্পী ও মুন্নি বর্তমানে গাজীপুর কারাগারে আটক রয়েছে।