বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি ও বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করে বোরহানউদ্দিনের সকল শ্রেনী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল ১০টাকা বোরহানউদ্দিন ডাকবাংলোর সামনে থেকে র্যালি বের হয়ে বোরহনউদ্দিন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মুক্তিযোদ্ধ কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা নির্বহী কর্মকর্তা আ: কুদ্দুসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রধান করেন বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ মিয়া, উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন থানা অভিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশির উল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন এর সুফল দেশের প্রতিটা জনগন ভোগ করবে এবং সকলকে এ সাফল্যের ধারাবাহিকতার নিজ নিজ কর্মস্থল থেকে অবদান রাখার আহব্বান জানান।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।


