স্বল্প সাজে রমণীয়া

অনেকেই আছেন যারা যত্ন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সাজতে ভালোবাসেন, আবার এমন অনেককেই খুঁজে পাওয়া যাবে, যারা মেকআপ করতে বসার নাম শুনলেই পালান। সাজতে পছন্দ করলেও আয়নার সামনে বসে দুচোখে একদম পারফেক্ট উইংড আইলাইনারের লাইন টানা কিংবা কনটুরিংয়ের মাপজোখ, তাদের জন্য মোটামুটি রকেট সাইন্সের মতোই কঠিন। আবার ট্রেন্ডি ইলাবোরেট মেকআপেও অনীহা। তাহলে উপায়?

আসুন এই সমস্যার সমাধানে কিছু আলোচনা করি। আসলে মেয়েরা মেকাপ ছাড়া স্বল্প সাজে সুন্দরীতমা হয়ে উঠাতে পারে।

প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ আর গলা পরিষ্কার করে নেওয়া চাই। ত্বক পরিষ্কার না থাকলে যতই মেকআপ করা হোক না কেন, ভালো দেখাবে না। বেজটা তৈরি করে নেওয়া চাই শুরুতেই। চটজলদি বেজের জন্য টিন্টেড ময়শ্চারাইজার ভালো অপশন। হালকা টিন্টেড ময়শ্চারাইজার স্মুদ বেজ ফিনিশ তৈরিতে সাহায্য করে। এর সান প্রটেকশন ফ্যাক্টর রোদ থেকে ত্বককে রক্ষা করে, জেল্লাও এনে দেয়। না হলে ত্বক খসখসে দেখাবে।

দাগছোপ ঢাকতে কনসিলারই ভালো কাজে দেয়। চোখের নিচে কালি লুকাতেও এর বিকল্প হয় না। ফাউন্ডেশন চাইলে মাখা যেতে পারে। কিন্তু ব্লেন্ডিংয়ের ঝামেলায় না যেতে চাইলে বিবি অথবা সিসি ক্রিম মাখা যেতে পারে। তারপর ফেস পাউডার পাফ করে নিলেই চলবে। একটা ব্রাশ দিয়ে গালের বাইরের দিকে ব্রঞ্জার ডাস্ট করে নিলে চেহারায় দ্যুতি ছড়াবে। চিকবোনের নিচ থেকে নিয়ে টেম্পল পর্যন্ত ডাস্ট করলেই চলবে। আর গালে হালকা ব্লাশন মেখে নিলে তৈরি মুখের মেকআপ।

চোখে ইনস্ট্যান্ট গ্লাম লুকের জন্য চটপট ব্রাইট আইলাইনার অ্যাপ্লাই করে নেওয়া যায়। সুন্দর করে শেপ করা আইব্রো গোটা লুকটাই পাল্টে দিতে পারে। আইব্রাও শেপ করা না থাকলে ক্লিয়ার মাসকারা ব্যবহারে শেপ করে নিলেও ভালো এফেক্ট দেবে সাজে।

এক্সপেরিমেন্টে আপত্তি না থাকলে রঙিন আইলাইনার দারুণ দেখাবে। আইলিডের ওপর নিউট্রাল শেডের ন্যুড বেজড আইশ্যাডোই যথেষ্ট এর সঙ্গে। যত্ন করে লিকুইড আইলাইনার লাগাতে না পারলে, কাজল পেনসিল চমৎকার অপশন। তবে মাসকারা থাকা চাই ই চাই । ইলাবোরেট আইমেকআপ না করতে পারলেও মাসকারা মাখতে ভোলা যাবে না।

লিপস্টিক ছাড়া পুরো সাজটাই কিন্তু হয়ে যেতে পারে মাটি। সারা মুখে বিশেষ মেকআপ না করেও সবার মাঝে নজর কাড়ার জন্য দারুণ শেডের একটা লিপস্টিকই যথেষ্ট। পছন্দসই উজ্জ্বল রঙে ঠোঁট সাজালে পুরো লুকটাই হয়ে উঠবে স্মার্টলি গ্ল্যামারাস ও ট্রেন্ডি। বাকি মেকআপ না করলেও চলবে। চোখ বা ঠোঁটের মধ্যে যেকোনো একটা অংশ হাইলাইট করা যেতে পারে। ডিপ স্মোকি আইজ পছন্দ করলে, ঠোঁটে ন্যাচারাল শেডের লিপকালার ভালো দেখাবে। বেশিক্ষণ কাভারেজ চাইলে প্রথমে লিপবাম মাখিয়ে নিতে হবে, তার ওপর ম্যাট লিপস্টিক। শেষ মুহূর্তে মেকআপের শেড নিয়ে কনফিউশন হলে জেনে রাখতে হবে ফরসা বা শ্যামলা—সব ধরনের স্কিনটোনের সঙ্গেই ন্যুড লুক ভালো কাজ করে।

খোলা চুলে স্টাইল করতে চাইলে চুল উল্টে নিয়ে ব্যাক কম্ব করে নিলেই চলবে। ইনস্ট্যান্ট ভলিউম আসবে চুলে। ছোট চুলে ভলিউম আনতে ব্যবহার করা যেতে পারে রোলার। চুলের সামনের দিক পিন করে বাকিটা খুলেও রাখা যায়।