স্বাধীনতার ঘোষণা বিতর্কে মুক্তিযুদ্ধের বিরোধীরাই লাভবান হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ঘোষণা বিতর্কে মুক্তিযুদ্ধের বিরোধীরাই লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

তিনি আরো বলেন, ইতিহাস বিকৃত করা হয়েছিল। মিথ্যা বলাটা ওদের অভ্যাস। ওরা তো বলবেই। কিন্তু বিকৃত ইতিহাস এ দেশের মানুষকে আর গেলাতে পারবে না। কারণ, দেশের মানুষ, যুব সমাজ এখন সঠিক তথ্য জানার সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস যেভাবে বিকৃত করা হয়েছে, পৃথিবীর কোথাও এমন নজির নেই। আওয়ামী লীগই সঠিক ইতিহাস তুলে ধরেছে।