
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ গান নিয়ে হাজির হচ্ছেন বাংকাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
২৫শে মার্চ বেলা ৩টায় ‘স্বাধীনতা’ শিরোনামে এই গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ প্রকাশ পেয়েছে। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এই গানে মডেল হিসেবে দেখা গেছে ইমরানকেই।
ইমরান বলেন, দেশের গান মানেই আমার কাছে বিশেষ কিছু। আর সেটা যদি হয় স্বাধীনতার ৫০ বছরে উদয়াপনে, তাহলে তো কথাই নেই। ঢাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ রাঙামাটি, মানিকগঞ্জ, নরসিংদী প্রভৃতি লোকেশনে গানটির শুটিং করা হয়েছে। আশা করছি ভালো লাগবে গানটি।