সচিবালয় প্রতিবেদক : স্বাধীন রাষ্ট্র হিসেবে কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইউরোপীয় রাষ্ট্র কসোভোকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৭ তম দেশ হিসেবে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল। এর আগে ১১৩টি দেশ কসোভোকে স্বীকৃতি দেয়।