স্বাভাবিক জীবনযাত্রায় নারায়ণগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদকঃ লকডাউনের মধ্যেই মার্কেট, শিল্প কারখানা ও অফিসগুলো খুলে দেওয়া একেবারেই স্বাভাবিক জীবনে ফিরেছেন নারায়ণগঞ্জবাসী। যদিও জেলাজুড়ে লকডাউন জারি রয়েছে তবুও এতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই নগরবাসীর।

রোববার (১০ মে) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সকাল থেকে সব ধরনের যানবাহন (গণপরিবহন ব্যতিত) চলছে। বেশিরভাগ মার্কেটগুলো খোলা, খাবারের দোকানগুলোও খোলা রয়েছে। এছাড়া শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, বন্দর খেয়াঘাট, নিতাইগঞ্জ, পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে মাঝারি যানজটেরও দেখা মিলছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের মার্ক টাওয়ার, বেইলি টাওয়ারসহ বড় বড় মার্কেট খুলেছে। সরকারি-বেসরকারি অফিসগুলো খোলা, ব্যাংকগুলোর বাইরে ও ভেতরে ভিড়, জেলার ৪৩৩টি শিল্প কারখানা খুলেছে, এছাড়া শুধুমাত্র গণপরিবহনের মধ্যে বাস ব্যতিত প্রায় সব যানবাহন চালু রয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, আজ থেকে কিছুটা শিথিলতা চলছে। অর্থনীতিকে তো সচল রাখতে হবে আবার জীবনের নিরাপত্তাও দিতে হবে। আমরা মানুষকে সচেতন করছি যেন তারা নিরাপদ শারীরিক দূরত্বটা মেনে চলে।