স্বাভাবিক ভাবে চলছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ভেঙে যাওয়া রেললাইন মেরামত করা হয়েছে। এ কারণে কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সব ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাচ্ছে বলে স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘রোববার সকাল ৭টার দিকে কমলাপুরমুখী ডাউন লাইনের দুই ফুট রেললাইন ভেঙে যায়। তবে আন্তঃনগর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনার পর ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব থাকলেও লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বভাবিক হয়েছে। এ কারণে রোববার দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যে সবগুলো ট্রেন ছেড়ে গেছে।’

রেলের প্রকৌশল বিভাগ বলছে, ডাউন লাইনের ত্রুটি হয়েছিল, ঝালাই করতে হয়েছে। ৪০ মিনিট পরই ত্রুটি ঠিক করা হয়। এরপরই ট্রেন চলাচল শুরু হয়। তবে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

এর আগে রোববার সকালে ঢাকার ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনের মাঝামাঝি স্টাফ রোডে রেললাইন ভেঙে যায়।