স্বামীর পরিচয় জানালেন রাখি সাওয়ান্ত

বলিউডে আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত বিয়ে করেছেন ২০১৯ এর ২৮ জুলাই। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। বিয়ের ছবি সেসময় ভাইরাল হলেও তার স্বামীর ছবি কোথাও পাওয়া যায়নি। এবার বিয়ের দেড় বছর পর স্বামীর পরিচয় প্রকাশ্যে আনলেন রাখি।

এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। সম্প্রতি ‘বিগ বস’ এ অংশ নিয়েছেন রাখি। সেখানে জানিয়েছেন, তার স্বামীর নাম রিতেশ। পেশায় ব্যবসায়ী। রাখির এ ঘোষণার পরই মুম্বাইয়ের একটি গণমাধ্যমে ‍মুখ খোলেন রিতেশ।

তিনি জানান, এবার ক্যামেরার সামনে আসতে রাজি রিতেশ। তার অনুরোধেই বিয়ের খবর গোপন রেখেছিল রাখি। ট্রল হওয়ার ভয়ে এতদিন পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

তার এবং রাখির জীবন কাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করা যাবে উল্লেখ করে রিতেশ আরও বলেন, ‘রাখি আমার জীবনে এসে, আমাকে বিয়ে করে ধন্য করেছে। ওর ঋণ আমি বা আমার পরিবার কখনো শোধ করতে পারব না। ও একজন আদর্শ জীবনসঙ্গীর সব দায়িত্ব পালন করেছে।’