স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম (৩৫)। তার স্ত্রীর নাম রেহেনা বেগম (২৫)।

আশরাফুল গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ি গ্রামের আব্দুল আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামীসহ তার পরিবারের লোকজন পালাতক রয়েছেন।

রোববার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার মধ্যরাতে নিজ বাড়িতে স্বামীর মারধরে গুরুতর আহত রেহেনাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের জননী রেহেনা বগুড়ার শিবপুর উপজেলার নামা ধাওয়াগী পোড়ালি গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফুলের সঙ্গে স্থানীয় এক মেয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল।বিষয়টি জানতে পেরে স্ত্রী রেহেনা এতে বাধা দেন। এ ঘটনার জেরে শনিবার মধ্যরাতে রেহেনাকে ব্যাপক মারধর করে আশরাফুল। এতে রেহেনা গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় তার মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপপ্রচার চালাচ্ছে আশরাফুল ও তার পরিবারের লোকজন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, রেহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত আশরাফুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।