বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে তিন সন্তানের জননী। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।আত্নহননকারী নারী বাবু পাড়ার মৃত দরবেশ খানের মেয়ে মুক্তা আক্তার(৩৮)।সে সৌদি আরব প্রবাসী মনির হোসেনের স্ত্রী।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকায় মানিক সাহেবের বাড়িতে ১ মাস আগে ছেলে মেয়ে নিয়ে ভাড়া বাসায় ওঠেন মুক্তা আক্তার।তার স্বামী মনির হোসেন বছর খানের আগে সৌদি আরবে যান।প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়।রবিবার বিকেলে মোবাইল ফোনে ভিডিও কলে স্বামীর সাথে মুক্তা আক্তারের ঝগড়া হয়।একপর্যায়ে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে সে। টের পেয়ে ছেলে মেয়েরা গিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।মৃত মুক্তা আক্তার এক ছেলে ও দুই মেয়ের জননী।
বন্দর ফাড়ীর এস আই মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের লক্ষ্যে মুক্তা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।