
নেত্রকোনার বারহাট্টায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত ললিতাকে স্বামী ও সহযোগীদেরসহ স্বামী ও সহযোগীদেরসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৬ আগস্ট) বারহাট্টা উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামে ললিতার নিজ বাড়িতে অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় স্বামী ও সহযোগীদেরসহ ইয়াবা, হেরোইন, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই উপজেলার ললিতার স্বামী ও গোপালপুর গ্রামের মৃত শামছুল হক তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৫), ললিতার সহযোগী মো. আলামিন (৩৬) ও আব্দুল জলিল (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মাহমুদুল হক জানান, গ্রেপ্তার ললিতা এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। ললিতা দীর্ঘ ১০ বছর ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। তিনি নিজ ঘরে মাদকের ব্যবসা করেন। এলাকার উঠতি বয়সের টার্গেট করে তাদের খরিদ্দার বানানোই তাদের কাজ। তার বিরুদ্ধে মাদকের ১৭টি মামলা রয়েছে।
মাহমুদুল হক আরও বলেন, তার বারহাট্টা গোপালপুর গ্রামে তার বাড়িতে সব সময় মেইন গেইট বন্ধ থাকে। পুলিশ যখন তাকে ধরতে অভিযান চালায়, সে সময় নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে ললিতা।
গ্রেপ্তারের পর মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।