
কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বামী হত্যায় ৭ বছর পর স্ত্রীর পরকীয়া প্রেমিক মোঃ আনোয়ার হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। আনোয়ার রৌমারী উপজেলার সুখেরবাতী গ্রামের হারেছ আলীর পুত্র।
পুলিশ জানায়, রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের ডিসিষ্ট আসকর আলী ও তার স্ত্রী ফিরোজা বেগম নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বসবাস করছিলেন। গত ২০১৬ সালে আসকর আলীর স্ত্রী ফিরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন এবং সহযোগী বন্ধুরা মিলে আসকর আলীকে খুন করে পালিয়ে আসে। এ ঘটনায় ফতুল্লা থানার মামলা নং- ৭২(০২)১৬, ধারা-৩০২/৩৪ রুজু হওয়ার পর থেকে দীর্ঘ ৭ বছর পলাতক থাকা আসামী মোঃ আনোয়ার হোসেনকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সিনাবর খন্দকার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি টিম।
মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।