স্বাস্থ্যবিধি মেনে সচল হচ্ছে লাইট-ক্যামেরা একশন!

জীবিকার তাগিদে লাইট-ক্যামেরা আবার সচল হচ্ছে। বিধিনিষেধ শিথিল হওয়ায় নতুন পরিকল্পনা নিয়ে শুটিংয়ে ফিরছেন অনেকে। এ অবস্থায় টিকা নিয়ে শুটিংয়ে আসার অনুরোধ করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

এক সাক্ষৎকারে তিনি বলেন, বিধিনিষেধ উঠে যাওয়া মানেই করোনা চলে যাওয়া না। শুটিং জীবিকা নির্বাহের জন্য। মনে রাখতে হবে, জীবিকার পথ দিয়ে জীবনটা যেন নিরাপদে থাকে। যত কম লোক নিয়ে শুটিং করা যায়, ততই মঙ্গল। সরকার এখন বয়স শিথিল করেছে। যারা এখনো করোনার টিকা নেননি, দ্রুত টিকা নিয়ে শুটিংয়ে আসুন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ধারাবাহিক নাটকের শুটিং চলছে বিভিন্ন লোকেশনে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন শামীম জামান। ‘প্রিয়জন’ ধরাবাহিকের শুটিং করছেন তিনি। শুটিং স্পটে নিজেরাই জ্বর মাপছেন, প্রয়োজনীয় দূরত্ব মেনে চলছেন। বাড়তি অনেক সুরক্ষা নিয়েছেন তিনি।

সিনেমার শুটিংয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, সিনেমার শুটিং করতে এখন বাধা নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি আমরা।

এদিকে এফডিসিতে বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘লিডার, আমি বাংলাদেশ’ সিনেমার শেষ লটের চিত্রায়ণ। তপু খানের পরিচালনায় এতে অভিনয় করছেন শাকিব-বুবলী। এ জুটির ১১তম সিনেমা এটি। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।