স্বাস্থ্য খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান

সচিবালয় প্রতিবেদক : স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশোধিত বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি এই আহ্বান জানান তিনি।

জবাবে অর্থমন্ত্রী প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে স্বাস্থ্য খাতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে এবং সিলেট অঞ্চলের হাসপাতালগুলোতে জনগণের চিকিৎসাসেবা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্বাচনের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।