স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

রোববার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে ছাত্র সংগঠনটি। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের ৮ নম্বর গেটের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন ছাত্রনেতারা।

ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে সেখানেই সমাবেশ করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, গত বছর আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে অপসারণ করা হয়েছিল। তাতে বোঝা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা দুর্নীতিগ্রস্ত। ওইসব দুর্নীতি প্রকাশ করতে তথ্য সংগ্রহ করতে গেলে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়।

বক্তরা আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী মানসিকভাবে অসুস্থ— এটা তার বক্তব্যে বোঝা যায়। এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে এই স্বাস্থ্যখাত আরও দুর্নীতিগ্রস্ত হবে।

এদিকে ছাত্র ইউনিয়নের এ কর্মসূচির ঘণ্টাখানেক আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রোজিনা। এই শর্তের বিষয়ে প্রশ্ন তুলে সমাবেশ থেকে বলা হয়, রোজিনা এমন কী অপরাধ করেছিল যে তাকে শর্তসাপেক্ষে জামিন দিতে হয়। এই যে সচিবালয় দেখেন, এখানে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়। অথচ রোজিনা ইসলাম নাকি গোপন নথিতে হাত দিয়েছেন। এসব হাজার হাজার কোটি টাকার খবরই দিতে গিয়েছিলেন রোজিনা ইসলাম।

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, রোজিনা ইসলামের জন্য নাকি রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন দুর্নীতি করে, তখন রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় না? তখন আপনাদের ভাবমূর্তি কোথায় যায়?

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।