স্বাস্থ্য সেবার দায়িত্বেও অনিয়ম: অদৃশ্য শক্তির প্রভাবে ঝুঁকিতে জনস্বাস্থ্য!

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাদের প্রধান দায়িত্ব, সেই স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রমেও এখন অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠছে। ক্রাইম পেট্রোল বিডি’র অনুসন্ধানে দেখা গেছে, স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব থাকছে, যার ফলে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা এক গভীর ঝুঁকির মুখে পড়েছে।
অনিবন্ধিত ক্লিনিক বন্ধে নীরবতা: প্রশ্নবিদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর: স্বাস্থ্য অধিদপ্তর জনস্বাস্থ্য, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশজুড়ে স্বাস্থ্যসেবা পরিকল্পনা তৈরি, কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা, রোগ প্রোটোকল তৈরি এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক সেবা প্রদান তাদের প্রধান কাজগুলোর অন্যতম। তবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষের দৃশ্যমান ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে।
গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত আবেদন করা হয়। এই আবেদনের মূল বিষয়বস্তু ছিল অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
তবে উদ্বেগজনক বিষয় হলো, মহাপরিচালকসহ অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/পরিকল্পনা উন্নয়ন), পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) এবং পরিচালক (প্রশাসন)-এর কাছে আবেদন করা সত্ত্বেও এই বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের এই দীর্ঘসূত্রিতা ও নীরবতা জনমনে প্রশ্ন তুলেছে: কোন অদৃশ্য শক্তির প্রভাবে এই অবৈধ কার্যক্রমগুলো এখনো চলছে?
সাংবাদিকদের প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষের ঔদ্ধত্য: অনুসন্ধানকালে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে অপ্রত্যাশিত ও ঔদ্ধত্যপূর্ণ জবাব। ক্রাইম পেট্রোল বিডি’র সংবাদকর্মীদের ধমকের সুরে জানানো হয়, “নিবন্ধন আছে কি না আপনি জানার কে?”
বস্তুত, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থানে সঠিক। কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন আছে কি না, তা যাচাই ও নিশ্চিত করার একমাত্র সাংবিধানিক ও আইনি দায়িত্ব হলো স্বাস্থ্য অধিদপ্তরের। সাধারণ সাংবাদিক বা জনগণের এই তথ্য চাওয়ার কোনো এখতিয়ার নেই। কিন্তু এই ঘটনাটিই প্রমাণ করে যে, যখন দায়িত্বপ্রাপ্ত সংস্থা চোখ বন্ধ করে থাকে, তখন এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
ব্যবসা ও বাণিজ্যে পরিণত স্বাস্থ্যসেবা: অনিবন্ধিত এবং অদক্ষ চিকিৎসক ও নার্স দ্বারা পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলো এখন কার্যত স্বাস্থ্যসেবার কেন্দ্রে না থেকে ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছে। মানহীন সেবা, ভুল চিকিৎসা এবং অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে তারা জনগণের ভোগান্তি ও অর্থ দুটোই লুট করছে।
ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা বিভাগ এই বিষয়ে লিখিতভাবে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেছিল, কিন্তু এখন পর্যন্ত তারও কোনো জবাব পাওয়া যায়নি। এই ধরনের তথ্য গোপন করার প্রবণতা জনস্বার্থের প্রতি কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করে।
অতীতের দুর্নীতি ও অনিয়মের চিত্র: স্বাস্থ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন সময় অধিদপ্তরের বহু কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা ও তদন্ত করেছে। যেমন:
নিয়োগ বাণিজ্য: জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ (প্রশাসন) একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
অর্থ আত্মসাৎ: ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক কর্মকর্তাকে দুদকে তলব ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল দুদক।
জনসেবার এই গুরুত্বপূর্ণ খাতে যখন বারবার এমন গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন হয়।
জনগণের স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্রাইম পেট্রোল বিডি’র কলম চলবেই। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের দায়িত্বের প্রতি আরও বেশি অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা ব্যাখ্যা পাওয়া গেলে তা আমরা দ্রুত প্রকাশ করব।