স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ তৃতীয় ধাপে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের সকল ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ তৃতীয় ধাপে বেড়ে হয়েছে ২০১৮ পর্যন্ত।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি অর্থায়নে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর জন্য অনাপত্তি দিয়েছে। তাই প্রকল্পটির মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে স্মার্ট কার্ড উৎপাদন-বিতরণে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিসের সঙ্গে চুক্তি করে ইসি। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে। পরে মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।

সম্প্রতি ফরাসি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর প্রকল্পে অর্থায়নে অনাগ্রহ দেখায় বিশ্ব ব্যাংক। পরে নতুন নামে সরকারি অর্থায়নে একটি প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলছিল।

সম্প্রতি নিজস্ব অর্থায়নে প্রকল্পের বিষয়ে ইসির চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ইআরডির সহকারী প্রধান ফয়সল জহুর ইসি সচিবালয়কে এক চিঠিতে জানান, আইডিইএ প্রকল্পের ব্যয় না বাড়িয়ে এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাবে জিওবি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের নিশ্চয়তা সাপেক্ষে এ বিভাগের অনাপত্তি রয়েছে।

এদিকে ইসির সূত্র থেকে জানা গেছে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইসি অবগত আছে।