স্মিথের ১০০, স্মিথের ৫০০০

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ৫ হাজার রানের মাইলফলক ছুঁতে ৭৬ রান প্রয়োজন ছিল স্টিভেন স্মিথের। আজ রাঁচিতে টেস্টের প্রথম দিনেই মাইলফলকে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

রাঁচি টেস্টের মধ্য দিয়ে মাত্র ৫৩ টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন স্মিথ। যেটি ম্যাচের হিসাবে তৃতীয় দ্রুততম। ৯৭ ইনিংসে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন স্মিথ। ইনিংসের হিসাবে যা যৌথভাবে সপ্তম দ্রুততম।

মাইলফলক ছোঁয়ার পর রাঁচিতে তিন অঙ্কও ছুঁয়ে ফেলেছেন স্মিথ। টেস্টে এটি তার ১৯তম সেঞ্চুরি। চলতি সিরিজে দ্বিতীয়। ক্লাইভ লয়েড ও অ্যালিস্টার কুকের পর মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে ভারতে এক সিরিজে দুটি সেঞ্চুরি করলেন স্মিথ।