
গাজীপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে সাদেক আলী নামের এক স্যানেটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। এ ঘটনায় চারজন কলেজছাত্রসহ ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. জাকির হাসান সদর থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
নিহত সাদেক আলী (৩২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকোড়া এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার ভাড়া বাসায় থেকে সেনেটারি মিস্ত্রির কাজ করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার কাওসার আহমেদ আকাশ (২৩), শহরের মধ্য ছায়াবিথী এলাকার মো. মেহেদী হাসান বিজয় (১৮), মারিয়ালী কলাবাগান এলাকার মো. শামীম (১৮), কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া এলাকার ইমন আহমেদ (২০), সদর উপজেলার কুমুন এলাকার মোবারক হোসনে ওরফে মোবা (১৯) ও মধ্য ছায়াবিথী এলাকার নিলয় চন্দ্র বিশ্বাস (১৮)। এদের মধ্যে কাওসার শহরের কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এ বছর এইচএসসি উত্তীর্ণ হয়েছেন। নিলয় একই কলেজের একাদশ শ্রেণির, বিজয় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ও ইমন স্থানীয় লিংকন প্যারামেডিকেল ইনস্টিটিউটের ডিপ্লোমার ছাত্র।
পুলিশের উপকমিশনার আরও জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাদেক আলী বিস্কুট কিনতে বাসার কাছের এক দোকানে যান। সেখানে সালাম না দেওয়া ও ‘সিনিয়র’ ‘জুনিয়র’ নিয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে সাদেক আলীর বাক-বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দিলে সাদেক বাসায় চলে যান। এরপর আসামিরা সাদেককে বাসা থেকে ফের রাস্তায় ডেকে আনে এবং তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তারা চাইনিজ কুড়াল দিয়ে সাদেকের গলার ডান পাশে সজোরে কোপ দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান সাদেক। তাঁর মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা চলে যায়।
সংবাদ সম্মেলন কালে জিএমপির সহকারী কমিশনার থুয়াই অং প্রু মারমা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।