ক্রীড়া ডেস্ক : স্যার আলেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ। তার অধীনে ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানইউ।
তার আগে ও পরে অনেক কোচ এসেছে। কিন্তু কেউ ১৩৮ বছরের রেকর্ডটি ভাঙতে পারেননি। কিন্তু চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া পর্তুগীজ কোচ হোসে মরিনহো ভেঙে দিয়েছেন ১৩৮ বছরের রেকর্ড।
ম্যানইউর ১৩৮ বছরের ইতিহাসে প্রথম কোনো কোচ হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রথম চারটি ম্যাচ জেতার নজির স্থাপন করেছেন। তার আগে কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। ৭ আগস্ট কমিউনিটি শিল্ড কাপে লেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জিতে নেয় মরিনহোর শিষ্যরা।
ওটা ছিল ম্যানইউতে তার প্রথম শিরোপা জয়। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ৩-১ গোলে হারায় বোর্নেমাউথকে। পরের ম্যাচে ২-০ গোলে হারায় সাউদাম্পটনকে। আর ২৭ আগস্ট হালসিটিকে হারায় ১-০ গোলে। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৩৮ বছরের রেকর্ড ভেঙে দেন।
১০ সেপ্টেম্বর ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলে মরিনহোর রেকর্ড প্রলম্বিত হবে।