
এস,এম মনির হোসেন জীবন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ,গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই। জ্ঞান-ই মানুষকে জীবিত রাখেন। সৎ ভাবে সাংবাদিকতা করতে হবে। অসৎ ভাবে নয়। সাংবাদিকতার অর্থ হচেছ বস্তুনিষ্ট সাংবাদিকতা করা।
তিনি আরও বলেন, কিছু কিছু গনমাধ্যম তথ্যের নামে অপসাংবাদিকতা করছে। তারা দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করছে। সরকারের উন্নয়ন প্রকল্প আছে। সেগুলো দেশের জনগন জানতে চায়। সরকারের সাথে জনগনের সম্পৃক্তরা রয়েছে। প্রশাসন সহ সমাজের বিভিন্ন খাতে দুনীর্তি হচেছ। সাংবাদিকরা সে গুলোর অনুসন্ধ্যান করলে দেশ ও বিএসএস অনেকটা সমৃদ্ব হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য বাসস’র জেলা সংবাদদাতাদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ তিনদিন ব্যাপী কর্মশালার সমাপনী দিনে আলোচনা সভা ও সাটিফিকেট প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাপনি অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য শ্যামল দত্ত, বাসসের উপ-প্রধান বার্তা ও পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য ওমর ফারুক। অনুষ্টানে সভাপতিত্বে করেন পিআইবি’র মহাপরিচালক মো: শাহ আলমগীর। অনুষ্টান পরিচালনা করেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। এছাড়া অনুষ্টানে অংশ নেওয়া বাসস’র জেলা সংবাদদাতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবু তাহের, মো: মীর নাসির উদ্দিন উজ্জল ও দিলরুবা খাতুন ।
বিশেষ অতিথির বক্তব্য বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,সাংবাদিকতা করার ক্ষেত্রে ভাল প্রশিক্ষনের কোন বিকল্প নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমি যা জানিনা সেগুলো প্রশিক্ষনের মাধ্যমে ঝালাই করে নেওয়া। বাসসকে আগের চেয়ে উন্নত,আধুনিকায়ন ও ডিজিটালাইস্ট করার কাজ ইতি মধ্যে চলছে। ্ইতি মধ্যে বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রনালয় থেকে বিশাল একটি প্রকল্প পাস করা হয়ে গেছে। যে কোন জায়গা থেকে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে কাজ করছে বিএসএস কর্তৃপক্ষ।
বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আরও বলেন, জটিলতা সমাধান করার কাজ এখন চলছে। সাংবাদিকতা হলো একটি প্রফেশনাল পেশা। ঢাকা শহরে ২৬৫জন বাসস সাংবাদিকের বেতন ভাতা দিতে হয় বাসস কর্তৃপক্ষকে। আশা করি খুব শীঘ্রই আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।
তিনি আর ও বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসসের দিকে দূর-দৃষ্টি দিয়েছেন। রোহিঙ্গাদের নিয়ে একটি মহল রাজনীতি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত প্রজ্ঞা, ও মেধা দিয়ে তিনি মোকাবেলা করছেন। ইতি মধ্যে সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণ ট্রাষ্টে টাকা দেন।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও উন্নয়নের কথা তুলে ধরে আবুল কালাম আজাদ বলেন, দিন পাল্টে গেছে ও এটি পাল্টাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক ভাবে বিশ্বাস করে দেশ ও জাতির উন্নয়ন। তথ্য অধিকার আইনে তথ্য জানান অধিকার সকলের আছে। এব্যাপারে দেশে তথ্য অধিকার আইন করেছেন।
বর্তমান সরকারের উন্নয়ন মূলক সংবাদের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশায় এসে কেরানীর মতো ব্যবহার করবেন এটি করা যাবেনা। তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। এক্ষেতে সাংবাদিকদের চোখ ও কান খোলা রাখতে হবে।
বাসস জেলা সাংবাদিকদের উদ্দেশ্য করে বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সরকারের উন্নয়নমূলক সংবাদ গুলো বেশি বেশি গুরুত্ব দিয়ে আপনারা পাঠাবেন। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কাজ করার আগ্রহ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন,বিএসএস হলো একটি গুরুত্বপূর্ণ সরকারী সংবাদ সংস্থা। ভাল সংবাদ সংগ্রহে ও পাওয়ার ক্ষেতে এখানে সরকারের নানা দিকও আছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আধুনিক সাংবাদিকতা গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটা অবদান রাখবে।
তিনি আর ও বলেন, একজন সাংবাদিক হবে মাল্টিমিডিয়া সাংবাদিক। প্রযুক্তির মাধ্যমে বিপ্লব ঘটানো দরকার। সাংবাদিকতার গতিপথ পাল্টে গেছে। দেশের প্রায় ৭ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। অন্যদিকে প্রায় ৪ কোটি মানুষ ই-মেইল ব্যবহার করেন।
বাসসের উপ-প্রধান বার্তা ও পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য ওমর ফারুক বলেন, দেশের প্রেক্ষাপট থেকে আমরা পিছিয়ে না পড়ি। দেশে উন্নয়ন মূলক কাজ হয়েছে। দেশে অপসাংবাদিকদের দল ছড়িয়ে পড়েছে। সেদিকে নজর দিকে হবে। সবাইকে জনসচেতনতামূলক সংবাদ গুলো পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।
সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক মো: শাহ আলমগীর অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্সের সাটিফিকেট পাওয়া বাসসের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বেসিক ও টেলিভিশন সাংবাদিকতা কোর্স আগামী ১লা অক্টোবর থেকে ৪ মাস ব্যাপী অনলাইন প্রশিক্ষণ কোর্স শুরু করা হবে। বাংলাদেশে প্রথম বারের মতো এই প্রশিক্ষন কোর্স চালু করা হলো।
তিনি আরও বলেন, তিন দিনের প্রশিক্ষন কোর্স আর অতীতের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দেশে টেলিভিশন সাংবাদিকতা,রেডিও ও অনলাইন সাংবাদিকতা শুরু হয়েছে। সারা দেশের সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কাজ করছে সরকার ও পিআইবি কর্তৃপক্ষ।
পরে অনুষ্টানের প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশেষ অতিথি বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বাসস জেলা সংবাদদাতাদের তিন দিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্সের সাটিফিকেট বিতরণ করেন। এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পক্ষ থেকে অনুষ্টানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়।