সৎ মেয়েকে নিয়ে হানিমুনে গেলেন দিয়া মির্জা

১৫ ফেব্রুয়ারি অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে শিল্পপতি বৈভব রেখির বিয়ে হয়। এই নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে মুখ খুলেছিলেন বৈভবের প্রথম স্ত্রী সুনয়না রেখি।

সুনয়না বলেছেন, দিয়া ও বৈভবের বিয়ে প্রসঙ্গে তার নাম বারবার উঠে আসছে। অনেকেই তাকে মেসেজ করে জানতে চেয়েছেন তিনি ও তার মেয়ে সামাইরা কেমন আছেন। তার সম্পর্কে চিন্তা করার জন্য সুনয়না সবাইকে ধন্যবাদ জানায়।

তবে তার পাশাপাশি তিনি বলেন, তিনি খুশি বৈভবের সঙ্গে দিয়ার বিয়ের সিদ্ধান্তে। তিনি চান তার মেয়ে সামাইরা ভালোবাসার মধ্যে বড় হোক। সেই ভালোবাসা হয়তো তার মা-বাবার মধ্যে সে দেখতে না পেলেও এবার দিয়ার সঙ্গে বৈভবের বিয়ের পরে তা পাবে। সামাইরাও যথেষ্ট খুশি তার বাবার এই সিদ্ধান্তে। এমনকি দিয়ার হাত ধরে বিয়ের মন্ডপেও উপস্থিত হয়েছিল সামাইরা।

কিছুদিন আগেই দিয়া ও বৈভব হানিমুনে মলদ্বীপ গিয়েছেন। তাঁদের সঙ্গে গিয়েছেন দিয়ার সৎ মেয়ে সামাইরা। মলদ্বীপ থেকে দিয়া তার স্বামী বৈভব ও মেয়ে সামাইরার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিয়া ও সামাইরার একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এবিষয়ে তুমুল প্রশংসীত দিয়া।